
আলতাফ হোসেন অনিক, বরিশাল : বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের উজিরপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ত্যাগ, আদর্শ ও আপোষহীন নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা তার বক্তব্যে মরহুমা নেত্রীর জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,
“গৃহবধু থেকে আপোষহীন দেশনেত্রী—বেগম খালেদা জিয়ার জীবন এক মহাকাব্য; যার অবসান হলেও আদর্শ অম্লান থাকবে।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল শোকাবহ, ভাবগম্ভীর ও ধর্মীয় আবহে পরিপূর্ণ।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন উপস্থিত সবাই।
Like this:
Like Loading...
Related