
তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী মোছা. রাফিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে ৩ জানুয়ারি (শনিবার) মরদেহ স্বামীর পরিবারের নিকট হস্তান্তর করায় হয়। নিহতের শ্বশুর আটারই গ্রামের মো. জামাল খাঁ জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়েছিল। শুক্রবার সকাল ৮ টার দিকে তার পুত্র মো. রুহুল আমিন খাঁ পাশের উপজেলার আরশনগর গ্রামে গাছ কিনতে যায় এবং বৌমা তাদের নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে থাকে। সকাল ১০টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন তার বৌমা আড়ার গলায় ওড়না পেচিয়ে আত্নহত্য করেছে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নং-১, তারিখ: ০২-০১-২০২৬)। মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তালা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।