1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দশমিনায় শীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাবে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়াসহ নিম্ম আয়ের মানুষের ভোগান্তি বেড়ে গেছে। উপজেলায় খেটে খাওয়া মানুষের কষ্ট দ্বিগুন বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনে স্থবিরতা নেমে এসেছে। হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে গেছে।
উপজেলার ৭টি ইউনিয়নের বাসিন্দারা তীব্র শীতের প্রভাবে বিশেষ কাজকর্ম ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এই শীতে খেটে খাওয়া দিন মজুররা সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে। উপজেলার গ্রামাঞ্চলের শিশু-কিশোর ও বয়ঃবৃদ্ধরা শীতে কাহিল হয়ে পড়ছে। সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা কম থাকায় শীত জেঁকে বসেছে। শীতল হাওয়া ও ঘন কুয়াশার কারনে কৃষকসহ সাধারন মানুষের কাজকর্ম স্থবির হয়ে পড়ছে। গ্রামাঞ্চলের হাট-বাজারগুলো সন্ধ্যার পর পরই ফাঁকা হয়ে যায়। শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় উপজেলার চরাঞ্চলের মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সাথে গৃহপালিত প্রানীগুলো তীব্র শীতে চরম দূর্ভোগে পড়েছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাবে সকাল বেলা ঘরের বাইরে বের হওয়া অনেকটা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। হাড় কাঁপানো এই শীতে শ্রমজীবিরা সবচাইতে বিপাকে পড়েছে। দুপুরের দিকে সূর্য্যরে সামান্য দেখা মিললে বিকালের পর থেকেই ঠান্ডা শুরু হয়ে যায়। উপজেলা গরম কাপড় ও কম্বলের অভাব রয়েছে। গ্রামাঞ্চল সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায়। এছাড়া শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্র দাপট উপজেলার সর্বত্র বইছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট