
মোঃ মনিরুজ্জামান চৌধুরী , কালিয়া (নড়াইল) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত থাকা জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র, হলফনামা ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে কোনো অনিয়ম বা ঘাটতি না পাওয়ায় পূর্বে স্থগিত থাকা মনোনয়নপত্র দুটি বৈধ ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বিষয়টি নিশ্চিত করেন।
Like this:
Like Loading...
Related