
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় সোমবার দুপুরে খালে ডুবে লাবিব (৬) নামে এক শিশু মারা গেছে। নিহত শিশু উপজেলার উত্তর কদমতলা গ্রামের রবিউল ইসলামের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারী) দুপুরের দিকে শিশু লাবিব সবার অলক্ষ্যে বাড়ীর সামনের খালে পড়ে ডুবে যায়। প্রতিবেশীরা খালে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শেখ তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি পানিতে ডুবে মারা গেছে।