
আলতাফ হোসেন অনিক, বরিশাল : ফরিদপুর–১ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও সাবেক চার বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে কোনো নির্বাচন কিংবা সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত সঠিক হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শাহ মো. আবু জাফর বলেন, অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে যে রাজনৈতিক ভুল করেছিল, বর্তমান পরিস্থিতিতে একইভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিলে ভবিষ্যতে ক্ষমতায় আসা যে কোনো সরকারকেও একই ধরনের সংকটের মুখোমুখি হতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের এখনো একটি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকগোষ্ঠী রয়েছে, যাদের বড় একটি অংশ কোনো অপরাধে জড়িত নয় এবং কেবল নিজ নিজ রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী রাজনীতি করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, যারা ভোট দেওয়ার অধিকার রাখে, তাদের প্রার্থী হওয়ার অধিকার না থাকা—এই বৈষম্য গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের স্বার্থে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে সুযোগ দেওয়া জরুরি ছিল বলে তিনি মত প্রকাশ করেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে শাহ মো. আবু জাফর বলেন, তিনি একাধিকবার দল পরিবর্তন করেছেন এবং মোট দশবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি গর্বের সঙ্গে বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং রাজনৈতিক জীবনে যা কিছু করেছেন, তা সবই করেছেন নিজের নির্বাচনি এলাকার মানুষের কল্যাণের জন্য।
তিনি বলেন, ফরিদপুর–১ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এখনও করে যাচ্ছেন। ভবিষ্যতেও আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে তিনি বিনয়ের সঙ্গে বলেন, রাজনৈতিক জীবনে যদি কোনো ভুল বা সীমাবদ্ধতা থেকে থাকে, তাহলে ফরিদপুর–১ আসনের জনগণ যেন তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণতন্ত্র, সহনশীলতা ও রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়েই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
Like this:
Like Loading...
Related