1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :

উজিরপুরে পুলিশের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক ও দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও এখনো কোনো প্রতিকার না পাওয়ায় চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের মৃত ছালাম মিয়ার কন্যা মোসাঃ তাসলিমা আক্তার (সাথি)-এর সঙ্গে সামাজিকভাবে বিবাহ হয় বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের আলামিনের। দাম্পত্য জীবনে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। তবে গত চার থেকে পাঁচ বছর ধরে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল।
ভুক্তভোগীর অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় দুই বছর আগে ভোলা জেলার আলিনগর ইউনিয়নের সাছিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং বাবুগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ শাহিন আজাদ (ব্যাচ নং–১১৩৯) মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বিভিন্ন আবাসিক হোটেল ও ঢাকা যাতায়াতকালে লঞ্চের কেবিনে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক ও যৌন নিপীড়ন করে বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা আক্তার সাথি বলেন,
“বিয়ের কথা বলে সে আমার সর্বস্ব নষ্ট করেছে। তার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আমি এখন তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”
তিনি আরও জানান, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আদালতে মামলা দায়ের করার পরও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে তার অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোঃ শাহিন আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নারী ও তার স্বজনরা।
সচেতন মহলের মতে, অভিযোগের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থার সংকট আরও গভীর হতে পারে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট