1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যাচেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া তেলপাম্প এলাকায় ভাড়ায়চালিত ইজিবাইক চালক দুলু শেখকে (৪৫) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরূদ্ধে। অভিযোগে জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে প্রতিপক্ষরা তাকে হত্যাচেষ্টা চালায়। হামলাকারীরা দুলু শেখের কাছ থেকে ৪ হাজার টাকা এবং ভাড়ায়চালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত দুলু শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুলু লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের হিরু শেখের ছেলে। এ ঘটনায় বুধবার (৭ জানুয়ারি) লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। আহত দুলু ও তার পরিবারের সদস্য জানান, গত( ৪ জানুয়ারি) রোববার বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে রাজুপুর গ্রামের রাকিব মন্ডলসহ (২৮) তার সহযোগী অজ্ঞাত ৪জন ব্যক্তি দুলু শেখের ইজিবাইক ভাড়া নেন। ইজিবাইক ভাড়া নেয়া ব্যক্তিরা দিঘলিয়া তেলপাম্প এলাকায় কবরস্থানের কাছে পৌঁছালে দুলু শেখের ওপর হামলা চালায়। পূর্বপরিকল্পিত ভাবে ওইস্থানে থাকা নোয়াগ্রামের মুজিবর শেখ, আবু সাইদ শেখ, মাহাবুর শেখ, তুষার শেখের স্ত্রী রোকেয়া বেগম জান্নাত ইজিবাইক চালক দুলু শেখকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট