1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য উজিরপুর উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক নির্মাণের খোঁড়া গর্তে যাত্রীবাহী বাস কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কেরানীগঞ্জে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, অনুষ্ঠানস্থলে তারেক রহমান

বিএনপির দুর্দিনে নির্ভীক ভূমিকা রাখা কর্মী হয়েও আজ হয়রানির শিকার মোঃ কবির বিশ্বাস

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, বরিশাল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এক নির্ভীক কর্মী আজ চরম হয়রানির শিকার—এমনই অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের একজন ইউনিয়ন পর্যায়ের নেতার বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে ঘিরে।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মৃত আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে মোঃ কবির বিশ্বাস একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে বিভিন্নভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
১৫ বছরের রাজনৈতিক সম্পৃক্ততা ও নির্যাতনের ইতিহাস
মোঃ কবির বিশ্বাস জানান, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিক হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে তাকে।
তিনি বলেন, “আমার জন্মলগ্ন থেকেই বিএনপি আমার চিন্তা ও চেতনার অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি আজীবন বিএনপির রাজনীতি করে আসছি। দলের কোনো কর্মসূচির খবর পেলেই অংশগ্রহণ করতাম।”
মিথ্যা মামলার অভিযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
তিনি আরও অভিযোগ করেন, ২০১৭ সালের ৮ ডিসেম্বর বিএনপির ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২২ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়, যেখানে তাকে ৭ নম্বর আসামি করা হয়। ওই সময় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এবং আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।
আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পদে নাম ব্যবহারের অভিযোগ
সম্প্রতি তাকে নতুন করে হয়রানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম ব্যবহার করে একটি ভুয়া কাগজ তৈরি করেছে বলে অভিযোগ করেন মোঃ কবির বিশ্বাস।
এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“যে দলের রাজনীতি করার কারণে আমি নির্যাতিত, হামলা-মামলার শিকার হয়েছি—সেই দলের একটি সহযোগী সংগঠনের পদে ভুয়া কাগজে আমার নাম থাকা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।”
তিনি দাবি করেন, ওই কাগজে কোনো তারিখ নেই, নেই কোনো বৈধতার প্রমাণ। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য তৈরি করা হয়েছে।
কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ
মোঃ কবির বিশ্বাসের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে একটি কুচক্রী মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’-এর উদ্দেশ্যে এই ভুয়া কাগজ তৈরি করে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে।
দলীয় নেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগ বিবেচনায় নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার পাশে থাকবেন—এই বিশ্বাস আমার আছে।”
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট