
হুমায়ুন কবির, খোকসা : অবৈধভাবে সার মজুদ করার অপরাধে কুষ্টিয়ার খোকসা উপজেলার মেসার্স পলাশ বীজ ভান্ডারে স্বত্বাধিকারী গনেশ রায় কে এক লক্ষ টাকা জরিমানা ও ৩৬১ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান এর নির্দেশে মোবাইল কোটে নির্বাহী রেজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান এই আদেশ প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল রহমানের অভিযোগের প্রেক্ষিতে মেসাস পলাশ ভান্ডারে অভিযান পরিচালনা করে স্টকের অতিরিক্ত সার মজুদ করার অপরাধে কৃষি বিবরণ আইন ২০১৮-১৯ এর (ড) ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা আদায় ও গুধবে রাখা ৩৬১ বস্তা সার জব্দ করা হয়। উক্ত সার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানের জিব্বায় রাখা হয়েছে বলে জানানো হয় মোবাইল করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য পেঁয়াজ রপনের মৌসুমে কৃষকরা অধিক দামে সার ক্রয় করে মাঠে সার প্রয়োগ করলেও অসাধু সার ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সারের দাম বৃদ্ধি করছে। যার ফলশ্রুতিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল কট পরিচালনা করছেন।
Like this:
Like Loading...
Related