
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় সভাপতিত্ব উপস্থাপনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএস আইআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরাফি- বিন মুবারক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়।