
আলতাফ হোসেন অনিক, বরিশাল : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো গভীর শোকের ছায়া নেমে এসেছে বাগধা ইউনিয়নেও। এই শোকাবহ মুহূর্তে বাগধা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাগধা ইউনিয়ন ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাগধা ইউনিয়নের খাজুরিয়া দরুল উলুম মাদ্রাসা হলরুমে আয়োজিত এ শোকসভায় কালো ব্যানার ও শোকচিহ্ন ধারণ করে দলীয় নেতাকর্মী গনের উপস্থিতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করাহয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন বাগধা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মেহেদী হাসান রিফাত, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হামিদুল ইসলাম মহিদুল, আহবায়ক আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নিজাম মিয়া আহবায়ক আগৈলঝাড়া উপজেলা কৃষক দল, মোঃ মিন্টু মিয়া সহ সভাপতি বাগধা ইউনিয়ন শ্রমিক দল, মোঃ বাইজিদ হাসান আবির বাগধা কলেজ সাখার সাঃ সম্পাদক, সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,
বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রীই নন, তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তা গন আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া যে আপসহীন নেতৃত্ব দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারিয়েছে।
শোকসভা শেষে উপস্থিত সকল নেতাকর্মী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জহির উদ্দিন স্বপন এর পক্ষে প্রায় অর্ধশতাধিক কোমল মতি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করেন ছাত্রদল নেতা গন।
Like this:
Like Loading...
Related