1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

উজিরপুরে মাছ চুরির অপবাদে যুবককে গণধোলাই

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

আলতাফ হোসেন অনিক, বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড পচ্চিম সাতলা এলাকায় নিজ পুকুরের মাছ ধরে বাজারে বিক্রি করতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালক যুবককে গণধোলাই দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী একতা মৎস্য ঘেরের কয়েকজন মালিক ও কর্মচারীর বিরুদ্ধে। আহত যুবকের নাম মোঃ আশিকুল বালি (২২)। তিনি সাতলা এলাকার বাসিন্দা ও পেশায় ভ্যানচালক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আশিকুল বালি দীর্ঘদিন ধরে তার নিজস্ব পুকুরে নিয়মিত মাছের চাষ করে আসছিলেন। তার বাবা মোঃ শাজাহান বালির মালিকানাধীন ওই পুকুরে এবছরও সফলভাবে মাছ চাষ করেন তিনি। গত প্রায় দুই মাসে বিভিন্ন সময় মাছ বিক্রি করে প্রায় ৪০ থেকে ৪২ হাজার টাকা আয় করেছেন বলে আশিকুল নিজেই জানিয়েছেন।
ঘটনার দিন সকালে আশিকুল সাতলা মাছ বাজারে মাছ বিক্রি করতে গেলে একতা মৎস্য ঘের সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে। এ সময় তারা আশিকুলের বিরুদ্ধে তাদের ঘের থেকে মাছ চুরির মিথ্যা অভিযোগ এনে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা জোরপূর্বক আশিকুলকে তার পুকুরপাড়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা আশিকুলকে জোর করে পানিতে নামিয়ে তার পুকুরের মাছের সঙ্গে ঘেরের মাছ মিলিয়ে দেখার নামে মাছ ধরতে বাধ্য করে। এ সময় সেখানে একতা মৎস্য ঘেরের সভাপতি মোঃ মাহাবুব বালি, মাসুদ বালি, শরিফ হাং, ফেরদাউস হাং, আলামিন রুবেল বালিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, এর মধ্যেই টিপু হাং, কুদ্দুস হাং, জুয়েল হাং, রিন্টু হাং ও মোনমতো বিশ্বাস নামের কয়েকজন আশিকুলকে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারতে মারতে তাকে পুকুরে নামিয়ে জোর করে মাছ ধরাতে বাধ্য করা হয়। একই সঙ্গে তারা আশিকুলের পুকুর থেকে কিছু মাছ জোরপূর্বক নিয়ে যায় বলেও অভিযোগ করেন আহত আশিকুল।
মারধরের ফলে আশিকুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তার বাবা-মা তাকে দ্রুত সাতলা ‘মায়ের দোয়া’ ক্লিনিকে ভর্তি করান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আশিকুলের পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে ঘটনার পর একতা মৎস্য ঘেরের পক্ষ থেকে অভিযুক্ত রিন্টু হাংয়ের চাচা মোঃ চাপলুশ হাং ঘটনাস্থলে এসে আশিকুলকে সান্ত্বনা দেন এবং চিকিৎসা শেষে বিষয়টি সমাধানের আশ্বাস দেন বলে পরিবারটি জানিয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আশিকুল বালির পরিবার দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও প্রকাশ্যে দিনের আলোতে এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট