1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

পাইকগাছায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদ্য সাবেক সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক গাজী রুহুল আমিন, জামায়াত নেতা মাওলানা এসএম আমিনুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক ও অস্ত্রের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকবে। পাশাপাশি নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে কঠোর হাতে প্রতিহত করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট