
ডেস্ক রিপোর্ট : খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ ৩৪ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গত ০৯/০১/২০২৬ খ্রিঃ অনুমান ১৭.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলতলা থানাধীন দামোদর (ঋষিপাড়া) গ্রাম এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ রাজু আহম্মেদ (৪৮) ও ২। মোঃ টিটু গাজী (৪৮) । গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩৪ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৬৪০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রাজু আহম্মেদ ও মোঃ টিটু গাজী মাদক ব্যবসায়ী। তারা বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো। এই ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে একটি মামলা রুজু করা হয়েছে।