
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : দামোদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে উত্তরআলকা বিশ্বাসপাড়ায় খুলনা-৫ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলি আজগার লবির পক্ষে উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ হালিম ইমরান, আহসানুল হক লড্ডন, মাহাবুব আলম দীপক, মোতাহার হোসেন কিরণ, ইমদাদুল হক মিতুল, মোঃ ইদ্রিস আলী মোল্যা, মোঃ সাইফুল সরদার, মিতা পারভীন ও ইয়াসমিন প্রমুখ। উঠান বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।