1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হোসেন রিপন

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির ত্যাগী নেতা ইমান হোসেন রিপন। তিনি সংগঠনটির বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মোংলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। শুক্রবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইমান হোসেন রিপন বলেন, “দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, আমি তা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করব। মোংলা পৌর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কাজ করব।”
এদিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় ইমান হোসেন রিপনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন (পনি), পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুরুদ্দিন টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইমান হোসেন রিপন দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তার এই নতুন দায়িত্ব পাওয়াকে স্থানীয় নেতাকর্মীরা দলের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
মোংলা পৌর যুবদলের নেতাকর্মীরা আশা করছেন, রিপনের নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট