
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ সরকারী কলেজর দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতার এর বিদায় সংবর্ধনা ও নতুন অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী সোমবার দুপুর-১২ টায় কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও ইসলামিক স্টাডিজ এর প্রধান অধ্যাপক আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক গোলাম মহিউদ্দীন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ মোসলেম উদ্দিন, কালিগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী আল মামুন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, সাংবাদিক শিমুল হোসেন সহ সরকারি কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা মন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যাপিকা শামীমা আকতার এর হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ও তার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।