1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কালিয়ার বড়দিয়া-খুলনা রুটে অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন ৬০ যাত্রী

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলায় বড়দিয়া–খুলনা রুটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় ৬০ জন যাত্রী। রবিবার (১১ জানুয়ারি’২৬) সকাল সাড়ে ৭টার দিকে বড়দিয়া থেকে ছেড়ে আসা খুলনা জেলখানা ঘাটগামী একটি যাত্রীবাহী বাস আমতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে। বাসটিতে নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের যাত্রী ছিলেন। খাদে পড়ে বাসটি কাত হয়ে গেলে যাত্রীদের মধ্যে চিৎকার ও হাহাকার শুরু হয়। অনেকে প্রাণভয়ে আল্লাহর নাম নিতে থাকেন। তবে সবার জন্যই এটি যেন এক অলৌকিক রক্ষা—কোনো যাত্রীই প্রাণ হারাননি।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী হালকা আহত হলেও স্থানীয়দের দ্রুত সহযোগিতায় তাদের বাস থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় যুবক ও পথচারীরা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আমতলী এলাকার সড়কটি অত্যন্ত সরু এবং সড়কের পাশেই রয়েছে গভীর খাদ। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ওই সড়ক সংস্কার, গার্ডরেল স্থাপন এবং যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে খাদে পড়া বাসটি সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এলাকাবাসীর মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সড়কে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট