1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতাদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলী এবং তার সহধর্মিনী বেগম রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম মনসুর আলীর ছেলে, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ সেতারা নাসরিন নিশি, প্রতিষ্ঠাতার সহোদর পরিচালনা পর্ষদের সদস্য মো. শামছুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল বারী, শেখ নাজমুল হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ.ম মমতাজুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম মনসুর আলী ও তার সহধর্মিনী বেগম রোকেয়া মনসুরের বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। বক্তারা নারী শিক্ষার উন্নয়নে কলেজের প্রতিষ্ঠাতাদের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন এবং তাদের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড তুলে ধরেন। মহান দম্পতির আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি কলেজের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতাদের রূহের মাগফিরাত কামনা, কলেজের উত্তরোত্তর সম্মৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।

এ সময় কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারি ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট