1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরলেন ডা. শহিদুল আলম

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণার পর ঢাকায় প্রবাসী কালিগঞ্জ ও আশাশুনিবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. শহিদুল আলম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কালিগঞ্জ ও আশাশুনিতে উন্নয়ন বঞ্চনার সমস্যা গভীর।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘তিনি নিজেকে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন।’
মোবাইল-ইন্টারনেটবিহীন জীবন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার!
তাঁর রাজনীতির মূল দর্শন ব্যাখ্যা করতে গিয়ে ডা. শহিদুল আলম বলেন, ‘চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা তাঁর রাজনীতির মূল দর্শন।’
নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে অধ্যাপক ডা. শহিদুল আলম জানান, নির্বাচিত হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও জানান, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিষ্ণুতা ও সম্প্রীতি জোরদার করা এবং স্থানীয় জনগণের ন্যায্য দাবি জাতীয় সংসদে তুলে ধরাই হবে তাঁর রাজনৈতিক দায়িত্বের অংশ।
উন্নয়ন ভাবনা প্রসঙ্গে ডা. শহিদুল আলম বলেন, ‘উন্নয়ন তখনই টেকসই হয়, যখন মানুষ নিরাপদ থাকে, সম্মান পায় এবং একে অপরের পাশে দাঁড়ায়।’
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
সভায় আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির সভাপতি আবু মাসুদ, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সংগঠনিক সম্পাদক এস এম মাজারুল আনোয়ার, আশাশুনি সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি ইকবাল মাসুদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, আশাশুনি উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মো. জুলাফিকার আলী জুলি, শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেনসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট