1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

অভয়নগরে এক রাতে দুই দোকানে চুরি

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টিতে একই রাতে সুমাইয়া ও আল-আমিন ক্লথ স্টোর নামের দুই দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে চোরেরা একই পদ্ধতিতে দুই দোকান থেকে নগদ এক লাখ ৯ হাজার ১৭টাকা নিয়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। সুমাইয়া ক্লথ স্টোরের মালিক হাসান আলী মোল্যা জানান, শনিবার বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৬৯ হাজার ১৭ টাকা রেখে রাত ১০ টার দিকে বাসায় চলে যান তিনি। রবিবার (১৮ জানুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে দেখেন একটি শাটারের নিচের অংশ ভাঙা। পরে অন্যান্যে ব্যবসায়ীদের সহযোগিতায় দোকান খুলে দেখেন চোরেরা কাঠের ক্যাশবাক্সের তালা ভাঙে সব টাকা নিয়ে গেছে। আল-আমিন ক্লথ স্টোরের মালিক মতিয়ার রহমান জানান, তার দোকানেরও শাটার ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তবে টাকা ছাড়া আর কিছু নিয়েছে কিনা তা পরে বলতে পারবেন বলে জানান তিনি। এক রাতে দুই দোকানে একই পদ্ধতিতে চুরির ঘটনায় কাপুড়িয়াপট্টির ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চোর চক্রকে দ্রুত আটক ও পরবর্তীতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট