1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

নড়াইলে আগ্নেয়াস্ত্র গুলি ও মদসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও বিদেশী মদ সহ যুবক লিমনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (১৮ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়। গ্রেফতার শিকদার লিমন লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবত মালেশিয়াতে ছিলেন। লোহাগড়া থানা পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামে দুই সহোদর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্যরাতে অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। পরে অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘরের কার্নিশ থাকা বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী। তার পাসপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ লিমনকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট