
বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ‘ডেভিল হান্ট’ নামের অভিযানে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ডিবি পুলিশ তাকে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ডিবি পুলিশ শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে এ গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Like this:
Like Loading...
Related