1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

‘বিসিবি সভাপতি পদে তামিম নয় আমি বুলবুল ভাইয়ের পক্ষেই’

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : নতুন বিসিবি সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে কে হবেন পরবর্তী সভাপতি, তা নিয়ে ক্রিকেটপাড়ায় জল্পনা চলছে। এই নিয়ে মত দিয়েছেন আরও একজন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল মনে করেন, অভিজ্ঞতার দিক থেকে বুলবুল এগিয়ে আছেন। কারণ, বুলবুল শুধু খেলোয়াড় নন, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও কোচিং কাজে যুক্ত আছেন। আইসিসির হয়ে কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে। অন্যদিকে, তামিমের অভিজ্ঞতা মূলত মাঠের মধ্যে সীমাবদ্ধ।
সোমবার গণমাধ্যমকে আশরাফুল বলেন, সবচেয়ে ভালো ব্যাপার হলো বিসিবির গত দুইজন সভাপতিই সাবেক অধিনায়ক ছিলেন। বুলবুল ভাই এবং তামিম দুজনই সাবেক অধিনায়ক। তামিমের সব কথা আমরা শুনছি—সে কী কী করতে চায়। অন্যদিকে, বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন।
তিনি আরও জানান, বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি—যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।
আশরাফুল স্পষ্ট করেই বলেন, তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, ক্রিকেটের ভেতরেই কাজ করেছেন এবং এই দেশের সংস্কৃতি সম্পর্কেও ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব, তাঁর অভিজ্ঞতা ও সম্মানের কারণে।
তবে তামিমের সম্ভাবনাকেও অবমূল্যায়ন করেন না তিনি। আশরাফুল বলেন, তামিম অবশ্যই ভালো। তিনি বোর্ড পরিচালক হয়ে আসতে পারেন। ক্রিকেট উন্নয়নের জন্য অনেক ক্ষেত্র আছে, শুধু সভাপতি হয়েই কাজ করতে হবে এমন নয়। বুলবুল ভাইও যদি সভাপতি না হন, তাহলেও উনি কাজ করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য দেশকে সেবা দেওয়া। দুইজনের প্রতিই শুভকামনা রইল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট