1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের। চোটে থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২২ সেপ্টেম্বর অনুশীলন করে বাংলাদেশ। সেদিন অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন। তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় ডানহাতি ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়। যদিও সেটা শেষ পর্যন্ত আর হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে লিটনকে খেলাতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট।
মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলা হয়নি বাংলাদেশের অধিনায়কের। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের। বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি সিরিজের আগে ডানহাতি ব্যাটারের সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ।
সূত্রটি বলেন, ‘লিটন এখনো আমাদের পর্যবেক্ষণে আছে। তাঁর যে চোট সেটা ঠিক হতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। টি-টোয়েন্টি সিরিজের আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠা খুবই কঠিন। প্রথম দুইটা ম্যাচ মিস করতে পারে। শেষ ম্যাচের আগে ফিট হবেন কিনা সেটাও এখনই বলা সম্ভব নয়।’
লিটন ফিট হয়ে উঠতে না পারলে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন জাকের আলী অনিক। ডানহাতি ব্যাটারের অনুপস্থিতিতে তিনিই ভারত ও পাকিস্তান ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া লিটন চোটে পড়ায় টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তন আসতে পারে। গুঞ্জন আছে, এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার হয়ে হাফ সেঞ্চুরি করা সৌম্য সরকারের ডাক পড়তে পারে স্কোয়াডে।
আফগানিস্তান সিরিজের জন্য ২৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন তারা। ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তীতে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে হবে তিনটি ওয়ানডে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট