1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

এশিয়া কাপ নিয়ে সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা লিটনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ ২০২৫-এ পা রেখেছিল বাংলাদেশ দল। প্রস্তুতিও ছিল বেশ ভালো। লক্ষ্য ছিল অন্তত ফাইনালে খেলা। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। বিশেষ করে সুপার ফোরপর্বে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সে হাতছাড়া হয়েছে ফাইনালে ওঠার সুযোগ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বোলাররা দলকে ভালো অবস্থানে রেখেছিলেন। কিন্তু দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের কারণে ডুবেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হার ভক্ত-সমর্থকদের মাঝে হতাশা ও ক্ষোভ দুই-ই জন্ম দিয়েছে।
এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না উঠায় আসন্ন আফগানিস্তান সিরিজেও দলে থাকছেন না তিনি।
ভক্ত-সমর্থকদের কাছে এই ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন লিটন দাস। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা একটি দল হিসেবে আমাদের সেরা চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও শিরোপা জয়। কিন্তু সেটা আমরা পারিনি। বাংলাদেশের অসাধারণ সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।
ব্যক্তিগতভাবে ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচ খেলতে না পারা ছিল তার জন্য সবচেয়ে কষ্টের বিষয়। সেই ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। আমি চেষ্টা করেছিলাম দ্রুত সেরে উঠতে, কিন্তু পারিনি। এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে, বলেন তিনি।
তবে হতাশার মাঝেও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের কোটি ভক্তের প্রতি। পুরো টুর্নামেন্টজুড়ে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা সৌভাগ্যবান এমন সমর্থক পেয়ে। খুব শিগগিরই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট