ক্রীড়া প্রতিবেদক : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। দলে ফিরেছেন অভিজ্ঞ দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, যাঁরা সাম্প্রতিক টি-টোয়েন্টি এশিয়া কাপে ছিলেন না।
নতুন চমক হিসেবে সুযোগ পেয়েছেন তিন অনভিষিক্ত ক্রিকেটার আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। অন্যদিকে, ফর্ম ও কৌশলগত কারণে কয়েকজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১২ অক্টোবর, লাহোরে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, ২০ অক্টোবর থেকে।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচে। সাদা বলের সিরিজের দল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর সূচি
১২ অক্টোবর – প্রথম টেস্ট, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২০ অক্টোবর – দ্বিতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৮ অক্টোবর – প্রথম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৩১ অক্টোবর – দ্বিতীয় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ নভেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৪ নভেম্বর – প্রথম ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৬ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৮ নভেম্বর – তৃতীয় ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
টেস্ট সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।