1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন: আলোচনায় শতাধিক তরুণ প্রার্থী পাইকগাছায় চিংড়ী চাষ ও চিংড়ীর রোগ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ইরানে ৬ ইসরায়েলপন্থি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিতকে সরিয়ে যাকে ওয়ানডে অধিনায়ক করল ভারত

রোহিতকে সরিয়ে যাকে ওয়ানডে অধিনায়ক করল ভারত

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। রোহিত শর্মার জায়গায় নতুন অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী এই ওপেনার।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, রোহিত শর্মাকে এবার দলে রাখা হয়েছে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। তার সঙ্গে ফিরছেন বিরাট কোহলিও। দুজনই মার্চে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথমবার আবার একসঙ্গে ভারতের জার্সিতে নামছেন।
শনিবার আহমেদাবাদে বসে নির্বাচক কমিটির বৈঠক। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের বড় জয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক পেসার অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মনে করেছে, ২০২৭ সালের বিশ্বকাপের (দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য) আগেই গিলকে নেতৃত্বে মানিয়ে নেওয়ার সময় দেওয়া দরকার।
এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আগারকার, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সচিব দেবজিত শইকিয়ার যৌথ আলোচনায়। ২৬ বছর বয়সী শুভমান গিল এখন ভারতের তিন ফরম্যাটেই নেতৃত্বের ভূমিকায় আছেন- টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে।
রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বরে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হন। তার অধীনে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে। জিতেছে ৪২টি, হেরেছে মাত্র ১২টি; একটি টাই, একটি পরিত্যক্ত। রোহিতের নেতৃত্বে ভারত জিতেছে ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ, আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পৌঁছেছিল ফাইনালে। তার অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মধ্য দিয়ে।
রোহিত টেস্ট থেকে অবসরের পর এই বছরের মে মাসে ইংল্যান্ড সফরের আগে ভারতের টেস্ট দলেরও অধিনায়ক হন গিল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ইংল্যান্ডের মাটিতে ২-২ ড্র করেছে ভারত। সেই সিরিজে ব্যাট হাতে গিল ছিলেন দুর্দান্ত- ৭৫.৪০ গড়ে করেছেন ৭৫৪ রান, যা ছিল সিরিজে সর্বোচ্চ।
রোহিত ও কোহলি দুজনই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজই হবে তাদের প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে (১৯, ২৩ ও ২৫ অক্টোবর) ভারত খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর নভেম্বর-ডিসেম্বরে দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাবেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট