1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনে পুকুরসহ তৈরী করা হয়েছে সাতটি টাইগারটিলা আলফাডাঙ্গায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায় কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য উজিরপুর উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা সম্মেলন অনুষ্ঠিত

গোলাপি জার্সি পরে খেলবেন বাবর-শাহিনরা

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট ম্যাচে নিজেদের নিয়মিত পোশাকের বাইরে বিশেষ জার্সি পরার ঘটনা নতুন নয়। স্তন ক্যান্সারের সতর্কতা বার্তা দিতে আগে থেকেই গোলাপি জার্সি কিংবা ক্যাপ পরে খেলে আসছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। এবার একই পথে হাঁটছে পাকিস্তানও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাবর-শাহিনরা। আগামীকাল (২৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি, ম্যাচটিতে স্বাগতিক ক্রিকেটাররা গোলাপি জার্সি পরে নামবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তথ্যমতে– ‘পিঙ্কটোবর’ প্রকল্পের অংশ হিসেবে স্তন ক্যান্সার নিয়ে মানুষকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের অক্টোবর মাসটিকে স্তন ক্যান্সারের সচেতনতা তৈরিতে কাজে লাগানো হয়। পাকিস্তান ক্রিকেট দল কাল প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গোলাপি জার্সি পরে অংশ নেবে ওই ক্যাম্পেইনে। এ ছাড়া প্রতিটি ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকাররাও গোলাপি ফিতা সংযুক্ত পোশাক পরবেন।
পিসিবির প্রধান নির্বাহী সুমাইর আহমেদ সৈয়দ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পিসিবি ক্রিকেটের শক্তি ও মানুষের সঙ্গে সংযোগ ঘটানোর সামর্থ্যকে কাজে লাগিয়ে সমাজে সচেতনতা তৈরি করতে চায়। পিংক রিবন (ফিতা) ক্যাম্পেইনের মাধ্যমে স্তন ক্যান্সার হওয়ার আগে মানুষকে এর প্রভাব ও সনাক্তকরণে সতর্ক হতে উৎসাহিত করাই লক্ষ্য। যা অসংখ্য জীবন বাঁচিয়ে দিতে পারে।’
‘এই উদ্যোগ আমাদের চলমান প্রতিশ্রুতি ও সামাজিক দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। আমরা উভয় দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচার প্রতিষ্ঠান এবং ভক্তদের প্রতি অগ্রিম কৃতজ্ঞ যে, তারা আমাদের এই উদ্যোগে সমর্থন দেবে। প্রতিটি সম্প্রদায়ের মাঝে আমরা একসঙ্গে সচেতনতা এবং সাহস ছড়িয়ে দিতে পারব বলে প্রত্যাশা করি’, আরও বলা হয় পিসিবির ওই বিবৃতিতে।
এর বাইরে পাকিস্তান-আফ্রিকা ম্যাচের স্টাম্পও একইভাবে গোলাপি রংয়ের হবে, আর ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোও প্রদর্শিত হবে ডিজিটাল স্ক্রিনে। এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোলাপি জার্সি পরিধান কিংবা স্তন ক্যান্সার নিয়ে সতর্কতার উদ্যোগ নিলো পিসিবি। এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেশ কয়েকবারই ‘পিংক ডে’ পালিত হয়েছে।
অবশ্য স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার এই রীতি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অনেক আগে থেকে পালন করে আসছে। ২০১৩ সাল থেকে প্রোটিয়ারা সীমিত ফরম্যাটে প্রায় প্রতি বছর গোলাপি জার্সি পরে সীমিত ফরম্যাটের একটি ম্যাচ খেলার রীতি চালু করে। সেই ম্যাচে আয়ের অংশ ব্যয় করা হয় স্তন ক্যান্সারের চিকিৎসায়। এ ছাড়া অস্ট্রেলিয়া বক্সিং ডেতে টেস্ট ম্যাচে ওই ক্যাম্পেইনের অংশ হিসেবে গোলাপি ক্যাপ পরে খেলতে নামে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট