
ডেস্ক রিপোর্ট : ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে তার ফ্ল্যাট থেকে। পুণের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার।
মাত্র পঁচিশ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। শচীনের অকাল মৃত্যুসংবাদ শোক বয়ে গেছে হিন্দি ও মারাঠি শোবিজ জগতে। ‘জামতারা ২’ ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে নবাগত হিসেবে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শচীন চাঁদওয়াড়ে শুধু অভিনেতা নন, পেশায় তিনি ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। পুণের একটি আইটি পার্কে কাজ করতেন তিনি।
পরিবার ও বন্ধুদের কাছে হাসিখুশি ও প্রাণোচ্ছল মেজাজের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেতা। তবুও কেন এমন আত্মহননের পথ বেছে নিতে হলো শচীনকে? এর উত্তর খুঁজে পাচ্ছেন না তার ঘনিষ্ঠরা।
গত ২৩ অক্টোবর পুণের ফ্ল্যাট থেকে শচীন চাঁদওয়াড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবার। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি! শারীরিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার। সেখানেই ২৪ অক্টোবর দুপুরে মৃত্যু হয় অভিনেতার।