
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজন এবং কারিতাস জার্মানির বিএমজেট–এর আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনার রশীদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তরুণ রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, শিক্ষা অফিসার তপন কর্মকার, ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্র মরিয়ম, কয়রা মহিলা কলেজের অধ্যাপক জহুরুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দীন, বিআরডিপি কর্মকর্তা প্রকাশ মল্লিক, সিএনআরএসের ম্যানেজার মোস্তাক মাহমুদ এবং কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম প্রমুখ।
সভায় দুর্যোগ preparedness, আগাম সতর্কতা, ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত উদ্যোগ ও বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।