
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় লেখা হতে চলেছে। রাত পোহালেই মিরপুর শেরে বাংলায় মাঠে নামবেন মুশফিকুর রহিম, দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে খেলার গৌরব অর্জনের উদ্দেশ্যে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে দেশের ক্রিকেটের সব মনই যেন মুশফিকের দিকে কেন্দ্রীভূত।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স মুশফিককে ‘টেস্ট ক্রিকেটের কিংবদন্তি’ আখ্যা দিয়েছেন।
টাইগার কোচ বলেন, মুশফিক বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করে আসছেন। তার ডাবল সেঞ্চুরি ও ধারাবাহিক রানের পেছনে রয়েছে নিখুঁত পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রম। তাকে কিংবদন্তি বলা অপরিহার্য।
৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান লাল বলের ক্রিকেটে ৯৯ টেস্টে ২৭ হাফ সেঞ্চুরি ও ১১ পূর্ণ সেঞ্চুরি অর্জন করেছেন, মোট রান ৬৩৫১। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ৮৩ জন ক্রিকেটার শতাধিক টেস্ট খেলেছেন, আর মুশফিক এই তালিকায় বাংলাদেশের প্রথম।
সিমন্স আরও বলেন, মুশফিকের সাফল্যের মূল রহস্য হলো ক্রমাগত উন্নতি এবং ভালো করার চেষ্টা। আন্তর্জাতিক পর্যায়ে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে শততম টেস্টে পৌঁছে দিয়েছে। দলের অন্যান্য খেলোয়াড়ও তার কাছ থেকে অনুপ্রেরণা নেয় এবং তার কথা গুরুত্বসহকারে শোনে।
জানা গেছে, বিসিবি মুশফিকের এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে বিশেষ আয়োজন করছে, এবং দলের সহকর্মীরাও তাকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছেন।