
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা বিভাগের উপকূলীয় উপজেলা কয়রায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ক্ষয়ক্ষতি ও সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে টেকসই সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সকালে কারিতাসের ‘লিভিং উইথ ক্লাইমেট চেঞ্জ’ (এলসিসি) প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখে থানা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলবায়ু–ঝুঁকিপূর্ণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকরা এ মানবন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও বন্যার কারণে উপকূলীয় মানুষ বছরের পর বছর জীবন–জীবিকার মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। কৃষি, মৎস্য, পশুপালন ও বসতবাড়ির ব্যাপক ক্ষতিতে দারিদ্র্য আরও ঘনীভূত হচ্ছে। অথচ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষা ও নীতি সহায়তা এখনো নিশ্চিত নয়।
কর্মসূচিতে উপকূলবাসীর পক্ষ থেকে যে প্রধান দাবিগুলো তুলে ধরা হয় সেগুলো হলো—
জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেকসই নিরাপদ পানি ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তা সম্প্রসারণ।
বক্তারা বলেন, উপকূলের মানুষের জীবন–জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় নীতিনির্ধারণ পর্যন্ত উপকূলবাসীর কণ্ঠস্বর প্রতিফলিত করার আহ্বান জানান তারা।