
ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়ে পিএসএল থেকে জাতীয় দলে ডাক পান পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে গতকাল (শনিবার) তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করেছেন। এ ছাড়া পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ফারহান গড়েছেন এক পঞ্জিকা বর্ষে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১২৮ রান তোলে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা শাহিবজাদা ফারহানের ব্যাটিং ঝড়ে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন এই ডানহাতি ওপেনার। এর মধ্য গত এক পঞ্জিকা বর্ষে ১০২টি ছয় মেরেছেন ফারহান। সবমিলিয়ে বিশ্বের ১২ ব্যাটারের এই রেকর্ড থাকলেও, পাকিস্তানের ক্ষেত্রে এটি প্রথম কীর্তি।
চলতি বছরে শাহিবজাদার চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল দুজন। করনবির সিং ১২২ এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মেরেছেন ১০৩টি ছক্কা। এ ছাড়া ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫টি ফিফটি করার রেকর্ডও যৌথভাবে এই তিনজনের দখলে। শাহিবজাদার আগে করনবির ও পুরান ১৫টি হাফসেঞ্চুরি করেন এই বছর। এ ছাড়া জস বাটলার ১৪ ও শাই হোপ ১৩টি ফিফটি করেছেন।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৫৭, ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে ওই ইনিংস খেলেন শোয়েব মালিক। গতকাল তাকে ছাড়িয়ে শাহিবজাদা ৮০ রান করেছেন। এ ছাড়া তার হাঁকানো ৫টি ছয় লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটারের হিসাবে এক ম্যাচে সর্বোচ্চ।
সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপেও পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন শাহিবজাদা ফারহান। দুটি ফিফটি ও ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রান করা এই ব্যাটার পুরো টুর্নামেন্টে ২১৭ রান করেন। অথচ ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্ম দেখানো এই ডানহাতি ব্যাটার জাতীয় দলে প্রথম চার টি-টোয়েন্টিতে ৩০–এর গণ্ডিও পেরোতে পারেননি। সেই সীমা পার করার পর থেকেই ফারহান ব্যাটে রীতিমতো ঝড় অব্যাহত রেখেছেন।