1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য উজিরপুর উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক নির্মাণের খোঁড়া গর্তে যাত্রীবাহী বাস কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কেরানীগঞ্জে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, অনুষ্ঠানস্থলে তারেক রহমান

মুস্তাফিজের পাশে দাঁড়ালেন শশী থারুর, মন্তব্য করলেন কাইফ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া নিয়ে চরম তোপের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর মধ্যেই মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেশাতে চান না তিনি। অন্যদিকে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মন্তব্য করেছেন।
গত ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই ঢাকার সঙ্গে দিল্লির শীতল কূটনৈতিক সম্পর্ক চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে। এ ছাড়া কথিত সংখ্যালঘু নির্যাতনেরও অভিযোগ তুলছে প্রতিবেশী দেশটি। যার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। থমকে গেছে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সিরিজ।
এর মধ্যেই আসন্ন আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯.২ কোটি রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ভারতের হিন্দুত্ববাদী দলগুলোর। এমনকী নাইট মালিক শাহরুখ খানকে হুমকিও দিয়েছে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার নেতা মীরা রাঠোর! তবে কংগ্রেস সাংসদ শশী থারুরের বক্তব্য, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।”
অন্যদিকে মুস্তাফিজুরকে খেলানো উচিত কি না, সেই বিষয়টি বিসিসিআইয়ের কোর্টে ঠেলে দিয়েছেন মোহাম্মদ কাইফ। তার বক্তব্য, “সবটাই বোর্ডের হাতে আছে। ওদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই সংবাদমাধ্যমেরও উচিত ধৈর্য ধরা। আগেই সিদ্ধান্তে না পৌঁছে ঘটনাবলি কোন দিকে যাচ্ছে, সেটা দেখা উচিত। বোর্ডের যারা কর্তাব্যক্তি আছেন, তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সব থেকে বড় লিগ যখন চালাচ্ছেন, তখন তারা জানেন কী করা উচিত আর কী করা উচিত নয়।”
এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট