1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনে পুকুরসহ তৈরী করা হয়েছে সাতটি টাইগারটিলা আলফাডাঙ্গায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায় কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য উজিরপুর উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের আপত্তির পর বিশ্বকাপের ‘নতুন সূচি বানাচ্ছে’ জয় শাহর আইসিসি

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর নতুন সূচি তৈরির কাজ শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আইসিসিকে পাঠানো এক চিঠির পরই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনের সূত্র ধরে ফলাও করে এই তথ্য জানাচ্ছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসহ অন্যান্য গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। ’ সাম্প্রতিক সময়ে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের অবনতি এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। পরিস্থিতি অনেকটা ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতোই টানাপোড়েনের রূপ নিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের টানাপোড়েন শুরু। আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশে, চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেকেআর মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। এর পেছনে অবশ্য দেশটির কিছু উগ্রপন্থীর চাপ ছিল।
রোববার বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের’ কারণে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
এদিকে, টুর্নামেন্ট শুরুর আর মাত্র এক মাস বাকি থাকায় (৭ ফেব্রুয়ারি) নতুন করে সূচি সাজানো আয়োজকদের জন্য বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এরই মধ্যে বিসিবি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ২০ দলের এই টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট