
কালিয়া প্রতিনিধি : শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কালিয়া উপজেলার নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের নেতাকর্মীরা পহরডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে মানবিক এই শীত উপহার পৌঁছে দেন। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জামায়াতে ইসলামী বাংলাদেশ, পহরডাঙ্গা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুম জুড়ে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
Like this:
Like Loading...
Related