1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্টিক টন চাল এলো মোংলা বন্দরে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
মোংলা  প্রতিনিধি : ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্টিক টন চাল এলো মোংলা বন্দরে। ভারত থেকে সিদ্ধ চাল বোঝাই করে আসা একটি জাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় মোংলা বন্দরে ভিড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি হতে এ চাল খালাস ও পরিবহণ শুরু হবে।
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতমান পতাকাবাহী এম,ভি হং টার্ন নামক জাহাজে ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্টিক টন চাল এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙ্গর করেছে। এরপর বুধবার বিকেলে ওই জাহাজটি থেকে নমুনা (চাল) সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। জাহাজে গিয়ে নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ ও খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস,কে মশিশার রহমান। ল্যাব টেস্টের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ শুরু হবে। খালাসকৃত চাল নদী পথে নেয়া হবে খুলনা ও বরিবার বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার খাদ্য গুদামে। আর আমদামীকৃত এ চাল খালাসে সময় লাগবে ৪/৫দিন। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।
তিনি বলেন, জি টু জি চুক্তিতে ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে ৮ লাখ টন চাল আমদানী করা হচ্ছে। এ চুক্তির আওতায় এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্টিক টন চাল আমদানী হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট