1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভিক সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার পুনঃ তদন্ত দাবি করেছে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সাংবাদিক মানিক সাহার ২২তম মৃত্যুবার্ষিকীর স্বরণসভায় বক্তারা এ দাবি জানান।

বেলা ১১টায় কেউজের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানিক সাহা হত্যাকান্ডের পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। মামলার রায়ে পরিবারসহ গোটা সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও হতাশ।

নেতৃবৃন্দ বলেন, ২২ টি বছর পার হয়ে গেল অথচ কি কারণে মানিক সাহাকে হত্যা করা হলো তা আজও অজানা থেকে গেল। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। মানিক সাহা হত্যার নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে চায়। কাজেই এ হত্যা মামলার পুনঃতদন্ত করে আসল ঘটনা জনসম্মুখে আনতে হবে।

কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদের সভাপতিত্বে স্বরণসভায় বক্তৃতা করেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা ও সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, কমিউনিষ্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, নিহত সাংবাদিক মানিক সাহার ছোট ভাই ও শিক্ষক নেতা প্রদীপ সাহা।

কেইউজের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ব্ক্তৃতা করেন, উদিচী খুলনা জেলা সাধারণ সম্পাদক খৈয়ম মন্ডল মিঠু, কমরেড রতন সেন পাবলিক লাইব্রেরীর সদস্য প্রকৌশলী জাফর ইকবাল, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল আসলাম, কেউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, আলমগীর হান্নান, কামরুল আহসান, বাপ্পী খান, এস এম জাহিদুল ইসলাম, সুনীল দাস, নুর হাসান জনি, প্রবীর কুমার বিশ^াস, রিংটন মন্ডল, মোঃ সোহেল রানা, মোঃ জুয়েল, জাহিদ আকন প্রমুখ।

সভা শেষে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নৃশংসভাবে নিহত হন সাংবাদিক মানিক সাহা। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খন্ডকালীন সংবাদদাতা ছিলেন তিনি। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত মানিক সাহা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট