
ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত রেহেনা আক্তার (২০) পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মুজগুন্নি আবাসিক এলাকায় অবস্থিত পিএইচডি মিডওয়াইফারি ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরবর্তীতে রেহেনার সঙ্গে পড়ুয়া অন্য শিক্ষার্থীরা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষার্থীর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগরে।
ইনস্টিটিউটের কর্তৃপক্ষ জানায়, রেহেনা নতুন শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত জের ধরে প্রতিষ্ঠানটির পঞ্চম তলায় লোহার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিক্ষার্থীর গ্রামের বাড়িতে ফোন করা হয়েছে।
অভিভাবকরা রওনা হয়েছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।