
তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষার জাত বিনাসরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে বিনাসরিষা-৯ এর মাঠ পর্যায়ের ফলাফল মূল্যায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে এই মাঠ দিবস আয়োজন করা হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম। মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ প্রজনন বিভাগ, বিনা ময়মনসিংহ এর পিএসও ড. মোহাম্মদ আলী এবং কৃষিতত্ত্ব বিভাগ, বিনা ময়মনসিংহ এর পিএসও ও বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান ও তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এছাড়া মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তারা অংশ নেন।
মাঠ পরিদর্শন ও আলোচনা সভায় বক্তারা জানান, বিনাসরিষা-৯ একটি রোগ ও পোকামাকড় মুক্ত জাত। এ জাত চাষে খরচ তুলনামূলক কম এবং বিঘা প্রতি ৮ থেকে ৯ মণ পর্যন্ত সরিষা পাওয়া সম্ভব।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, স্বল্প সময়ের মধ্যে ভালো ফলন পাওয়ায় বিনাসরিষা-৯ চাষে তারা সন্তুষ্ট। কম পরিচর্যায় লাভ বেশি হওয়ায় ভবিষ্যতেও এই জাত চাষে আগ্রহী বলে জানান তারা।
বক্তারা বলেন, বিনাসরিষা-৯ এর মতো উন্নত ও সময়োপযোগী জাত তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশীয় তেল উৎপাদনে ইতিবাচক প্রভাব তৈরি হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।