1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

উজিরপুরে সরকারি রাস্তা বন্ধো করেছে প্রভাবশালী মহল, পথচারীদের চরম ভোগান্তি

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে হত্যা মামলার আসামিদের নেতৃত্বে সরকারি রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের বাসিন্দা ও হত্যা মামলার আসামি সুভাষ রায়সহ তার সহযোগী স্বপন রায়, তপন রায় (ধামু), রথিন রায়, রিপন রায় ও সুমন রায় সংঘবদ্ধভাবে গ্রামের একটি সরকারি কার্পেটিং রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই রাস্তাটি গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ওই রাস্তার আওতায় রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল ও মাদ্রাসা। ফলে প্রতিদিন শিক্ষার্থী ও শিক্ষকরা বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অসুস্থ রোগী, নারী ও বয়স্কদের চলাচলেও মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
এ ঘটনায় ২০ জানুয়ারি আমিনুল ইসলাম শেখ বাদী হয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত সুভাষ রায় ও তার বাহিনী এলাকায় হত্যা, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা প্রকাশ্যে সরকারি সম্পত্তি দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম শেখ সাংবাদিকদের বলেন,
“আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। এটি সরকারি রাস্তা, কেউ ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে না। সুভাষ বাহিনীর ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন মুখ খুলতে পারেনি।”
এ বিষয়ে অভিযুক্ত সুভাষ রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান,
“লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী দ্রুত বন্ধ করে দেওয়া সরকারি রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট