1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

খুলনার ৬টি আসনে প্রতীক পেলেন ৩৮ প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সারাদেশের মতো খুলনাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১১টার পর থেকে শুরু হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ সময় খুলনার ৬টি আসনের ৩৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা যার যার প্রতীক নিজেরাই নির্ধারণ করেন। প্রতীক বরাদ্দের পরে কয়েকজন প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন।
তবে খুলনা ৫ আসনে প্রার্থী হয়ে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বের হওয়ার পরেই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনে কালো টাকা ছড়ানো, সন্ত্রাস ও সকল প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে।
এদিকে নিরাপত্তা নিয়ে প্রশাসনকে জোরদার ভূমিকা পালনের আহবন জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিটি নির্বাচনী এলাকায় সৃষ্টি হয়েছে একটি উৎসব মুখর পরিবেশ। আগামীকাল সকাল থেকেই সকল প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় শুরু করবেন আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট