
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপায় চারটি ইটভাটায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান।
তিনি বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা।