
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাক্টরদের সাথে এ্যাডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস (কেএনএইচবিএনজেড) এ সভার আয়োজন করেন। বুধবার বেলা দেড়টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের সভাপতিত্বে ও সংস্থার উপজেলা সমন্বয়কারি সোয়েব উদ্দিন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিটু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপসহকারী (উদ্ভিদ) কর্মকর্তা মিন্টু রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংস্থার আব্দুর রহমান, নাসির মাহমুদ, দেবাশীষ ঢালী, বিকাশ রায়, বিপাশা রায় প্রমুখ।