1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দিঘলিয়ায় নির্বাচন কে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়। পরবর্তীতে দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়। মহড়ার সময় নৌবাহিনীর সদস্যদের সুশৃঙ্খল চলাচল ও কৌশলগত তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।
সূত্র জানায়, খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনকে ঘিরে অপপ্রচার, সন্ত্রাসী কার্যক্রম কিংবা আইনবিরোধী যেকোনো তৎপরতা দমনে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
মহড়ায় নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত। তাঁর নেতৃত্বে শতাধিক প্রশিক্ষিত নৌবাহিনীর সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ার সময় বিভিন্ন নিরাপত্তা কৌশল প্রদর্শনের পাশাপাশি জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মহড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি বৃদ্ধি পায়। তারা মনে করেন, যৌথ বাহিনীর তৎপরতা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে নিয়মিত টহল, মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট