1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বনদস্যুদের তান্ডবে দুশ্চিন্তায় দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে বর্তমানে মাছ কম পাওয়া ও বনদস্যুদের তান্ডবে দুশ্চিন্তায় পড়েছেন দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা। আলোরকোলে মাছ শুকানোর শূণ্য মাচা এখন খাঁ খা করছে। দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী বুধবার (২১ জানুয়ারী) দুপুরে মোবাইল ফোনে বলেন, গত কয়েকদিন ধরে সাগরে তেমন মাছ পাচ্ছেননা জেলেরা যে মাছ পায় তা দিয়ে ট্রলারের জ্বালানী খরচ উঠছেনা। আলোরকোলের মাছ শুকানোর মাচা মাছের অভাবে এখন খাঁ খাঁ করছে। তা ছাড়া সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম বেড়ে গেছে। প্রায়শই দস্যুরা জেলেদের ধরে নিয়ে জিম্মী করছে। দস্যুদেরকে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনতে হচ্ছে।এ সকল কারণে জেলে ও মহাজনদের মুখে হাসি নেই। সব জেলে ঋণগ্রস্থ হয়ে আছে। ঋণের টাকা কিভাবে শোধ করবে শুঁটকি জেলেরা সে দুশ্চিন্তায় রয়েছেন বলে মোতাসিম ফরাজী জানান। দুবলারচর থেকে মোবাইল ফোনে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, এবারের শুঁটকি মৌসুম ভালোভাবে শুরু হলেও বর্তমানে হঠাৎ করে জেলেরা সাগরে মাছ কম পাওয়ায় তারা লোকসানের মুখে পড়েছে। অপরদিকে, বনদস্যুরা বেপরোয়া ভাবে জেলেদের উপরে হামলা করে তাদের ধরে নিচ্ছে। ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা সাগর ও সুন্দরবনের খালে মাছ ধরতে গেলে দস্যুরা ধাওয়া করছে। দস্যু দমনে পূর্বের মতো র‌্যাব ও কোষ্টগার্ডের অভিযান জোরদারের দাবী জানান কামাল উদ্দিন আহমেদ। সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিলটন রায় বলেন, বর্তমানে জেলেরা সাগরে তেমন মাছ পাচ্ছেননা। জেলেরা মাছ না পাওয়ায় বনবিভাগের রাজস্ব ঘাটতির আশংকা রয়েছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট