1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা থানা ও পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনকারী উত্তেজিত জনতা ভাঙ্গা থানা ও পুলিশের উপর হামলা চালিয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ভাঙ্গা বড় মসজিদের সামনে এপিবিএন সদস্যরে উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা দৌড়ে মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। বর্তমানে ভাঙ্গা থমথমে অবস্থা বিরাজ করছে।
সংসদীয় আসন পুনর্বিন্যাসের এই আন্দোলন পুরো ভাঙ্গা উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতোদিন ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদীবাসী আন্দোলন করলেও আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অন্যান্য ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ লাঠি-সোঠা নিয়ে মিছিল করে এসে মহাসড়ক দখলে নিয়েছে। মানুষের তোপের মুখে পিছু হঠে রাস্তা থেকে সরে দাড়িয়েছে প্রশাসন। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেয়।
দুপুর সাড়ে ১২ টার দিকে এপিবিএনর সদস্যর উপর ও পৌনে ১ টার দিকে ভাঙ্গা থানায় হামলা চালায় বিক্ষোভকারী। তাদের ইটপাটকেলে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এছাড়া আন্দোলনকারীরা থানার কমপেক্ষে ৫টি গাড়ি ভাঙচুর করেছে। অগ্নিসংযোগ করেছে উপজেলা অফিসার্স ক্লাবে।
ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছে পায়ে হেঁটে, কেউ আসছে ভ্যান-নসিমনে, কেউ আসছে মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
এ বিষয়ে ভাঙ্গার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুলিশের ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন ধরেননি।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট