1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

সূর্যকুমারকে ‘শূকর’ বললেন পাকিস্তানি কিংবদন্তি

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ভারত-পাকিস্তান মানেই তো টানটান উত্তেজনা, আর সেই উত্তেজনা এবার জন্ম দিল এক নতুন বিতর্কের। হ্যান্ডশেক কাণ্ড! গত রোববার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। জয়ের নায়ক ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ম্যাচের পর যা ঘটল, তা ছাপিয়ে গেল খেলার উত্তাপকেও।
জয়ের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। এমনকি টসের সময়ও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন বা কুশল বিনিময় করেননি তিনি। অনেকেই এটিকে অখেলোয়াড়সুলভ আচরণ বলে সমালোচনা করছেন।
এই বিতর্ক ঘিরে সবচেয়ে বিস্ফোরক ঘটনা ঘটে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের হাত ধরে। এক টিভি আলোচনায় সূর্যকুমারকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একাধিকবার তাকে ‘শূকর’ বলে গালি দেন। যদিও সঞ্চালক বারবার তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ইউসুফ যেন নিজেই থামতে জানতেন না।
তিনি বলেন, ‘ভারত সিনেমার দুনিয়া থেকে বের হতে পারছে না। আম্পায়ার আর ম্যাচ রেফারির মাধ্যমে জিতছে। এটা লজ্জাজনক!’ এরপরই তিনি সূর্যকুমারকে গালাগাল দিতে থাকেন।
এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। ভারতের ভক্তরা ইউসুফের এমন আচরণে চরম ক্ষুব্ধ।
বিতর্কের পর ইউসুফ এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলেন, ‘আমি কাউকে অসম্মান করতে চাইনি। আবেগের বশে কথাগুলো বলে ফেলেছি। তবে ইরফান পাঠান যখন আফ্রিদিকে ‘ঘেউ ঘেউ করা কুকুর’ বলেছিল, তখন তো ভারতীয় মিডিয়া সেটাকে প্রশংসা করেছিল!’
ইউসুফ যে ঘটনার কথা বলছেন, সেটি ইরফান পাঠানের এক পুরনো সাক্ষাৎকার থেকে উঠে এসেছে। সেখানে পাঠান জানান, ২০০৬ সালের পাকিস্তান সফরে আফ্রিদির আচরণে বিরক্ত হয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছিলেন, ‘আফ্রিদি তো অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে, নিশ্চয়ই কুকুরের মাংস খেয়েছে!’ তার কথায়, এরপর থেকে আফ্রিদি আর কখনো তার সঙ্গে বাকবিতণ্ডা করেননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট